Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করলেন বিএনপির ৩ কেন্দ্রীয় নেতা

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারত করে সিলেটের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র সাংঘঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক সংসদ সদস্য সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন তাদের দলীয় কার্যক্রম শুরু করেছেন গত মঙ্গলবার বাদ জোহর থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা ও মহানগর নেতৃবৃন্দদের নিয়ে প্রথমে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার পরে হযরত শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারত করেন ও পাঠাতে শরীফ পাঠ করেন। পরে নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় কারাগারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছেরে সাথে সৌজন্য সাক্ষাত ও তাদের শারিরীক সুস্থতার খোঁজখবর নেন। এরপর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াছ আলীর গ্রামের বাড়ী বিশ্বনাথের রামধানায় গিয়ে তার মায়ের সাথে সৌজন্য সাক্ষাত ও শারিরীক অবস্থার খোঁজখবর নেন। এদিকে নেতৃবৃন্দ বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে এম ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেয়ার দাবীতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ। সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এর বাসভবনে যান এবং তার মা ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের খোঁজখবর নেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এদিকে রাতে সিলেট জেলা মহানগর বিএনপির সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। কেন্দ্রীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত ৩ নেতা ডাঃ সাখায়াত হাসান জীবন, দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমেদ মিলন হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারত এবং কেন্দ্রীয় কারাগারে ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, ছালেহ আহমেদ খসরু, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুবুল হক চৌধুরী, বিশ্বানাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরী, জালাল উদ্দিন চেয়ারম্যান, মোঃ দিলু মিয়া, মোঃ মঈনুল হক, আবুল কালাম কছির, হাজী আব্দুল হাই, কলমদর আলী, হাফিজ আরব খান, জালাল আহমেদ, আব্দুল লতিফ, মতিউর রহমান, সুমন, খালেদ আহমেদ প্রমূখ।