Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাইজিন প্রসারে জাতীয় কৌশলপত্র অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ইউরোপসহ সারাবিশ্বে যখন অর্থনীতি ছিল মন্দার সম্মুখীন তখনও বাংলাদেশের অর্থনীতির চাকা ছিল সচল। অপার সম্ভাবনার এই দেশে আমরা সব সময় নেতিবাচক জিনিসকে প্রাধান্য দেই। অথচ আমাদের অর্জন নিয়ে কথা বলি না। নিজের অর্থে পদ্মা সেতু তৈরির উদ্যোগের পর সারা বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে চিনেছে। দেশের উন্নতির সাথে সাথে সবছেয়ে বেশী যেটি প্রয়োজন সেটি হল পরিস্কার-পরিচন্নতা নিশ্চিত করা। তাই সরকার হাইজিন প্রসারে জাতীয় কৌশলপত্র গ্রহণ করেছে।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইজিন প্রসারে জাতীয় কৌশলপত্র অবহিতকরণ কর্মশালায় অতিথিবৃন্দ এই বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিটের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী আব্দুল নূর। আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জন্সবাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরুজ আলম, প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ্ ফখরুজ্জামান, নজরুল একাডেমীর সভাপতি কবি তাহমিনা বেগম গিনি।