Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ইংল্যান্ড প্রবাসী তরুণ সমাজসেবক ইমরান সুস্থ হয়ে উঠেছেন

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডের গ্রেটার মানচেস্টারের ওল্ডহ্যাম শহরের বাসিন্দা, যুব সংগঠক ও সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরান সুস্থ হয়ে উঠেছেন। তিনি সুস্থ হয়ে উঠায় তার স্বজনদের পাশাপাশি তার শুভাকাংখিরা মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেছেন। হেল্প ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা মোফাজ্জল চৌধুরী ইমরান জানান, ২০১৪ সালে শরীরে পানির থলিতে (ব্লাডারে) গুরুতর রোগ দেখা দেয়, যার মধ্যে দিয়ে রক্তক্ষয় হতো। ২০১৫ সালের প্রথম দিকে তা ফুসফুসের (ল্যাং এর) মধ্যে ছড়িয়ে যায়। রক্তক্ষয় হতো মুখ দিয়ে। একটা সময়ে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়লে তাকে চিকিৎসকরা রেডিওথেরাপি দেয়া শুরু করেন। তার মধ্যে অনেকটা সময় ভাল-খারাপের মাঝে গিয়েছে। গত ১১ মে চিকিৎসকরা তাকে জানিয়েছেন, মরণব্যাধি রোগ থেকে তিনি পুরোপুরি সুস্থ। তবে ফুসফুসের মধ্যে অন্য কিছু সমস্যা আছে যা চিকিৎসার মাধ্যমে কিছুদিনের ভিতরে সুস্থ হওয়ার আশা করা যাচ্ছে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, দানশীল ও সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরান প্রতি বছরই তার গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ঘোণাপাড়াসহ আশপাশের এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে থাকেন। তিনি ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করে তাদের পড়াশোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়া এতিমদের মধ্যে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।