Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ডিষ্ট্র্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বৈশাখী চরুইভাতি অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি ॥ হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে বৈশাখী চরুইভাতি অনুষ্ঠিত হয়েছে। গতমঙ্গল বার লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টার ইউ,কে বেঙ্গলী কার্য্যালয়ে আয়োজিত বৈশাখী চরুইভাতি অনুষ্ঠানে আয়োজকগণ নিজ নিজ ঘর থেকে ২৪ পদের ভর্তা, ভাজি, ডাল, ভাত, মিষ্টি নিয়ে আসেন। চরুইভাতি’র মূল বিষয় ছিল মাতামাতি, আড্ডা, গল্পে রাজা উজির মারা ও খাবার উপভোগ করা।
সংগঠনের সভাপতি এম.এ আজিজ আগত সকল অতিথিবৃন্দকে স্বাগত জানান। অতিথিবৃন্দের মধ্যে চারণ সাংস্কৃতিক সংসদের কর্ণধার বিশিষ্ট প্রগতিশীল লেখক হবিগঞ্জের কৃতি সন্তান মাসুদ রানা, ইউকে বেঙ্গলীর আরিফ রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সপ্তাহিক পত্রিকার সম্পাদক এমদাদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেলাল আহম্মদ, জনমত পত্রিকার মোসলেহ উদ্দিন, আপনজনের নেতা জোবায়ের আহম্মদ সহ সংগঠনের সহ-সভাপতি এম.এ আওয়াল, গাজীউর রহমান গাজী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইকবাল ফজলু, তাহির আলী, দেওয়ান হাবিব চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন, আমিনুর শিলপু রসিদ, ব্যারিস্টার মাহমুদ, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, জালাল আহমেদ, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, শহীদুল, লিয়াকত চৌধুরী, সৈয়দ শাহনেওয়াজ, অলিউর রহমান শাহীন, কামাল চৌধুরী, অজিত লাল দাস, কাউন্সিলর এনাম আহমেদ, মোঃ আল আমিন মিয়া, ইমরুল হোসেন, খায়ের জামান জাহাঙ্গীর, সাদী আদিত্য, খায়ের আহমেদ, শাহজাহান কবির, সৈয়দ মারুফ আহমেদ ইটালী প্রবাসী আব্দুল মালেক প্রমূখ।
অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোমিন আলী, মারুফ চৌধুরী, এ রহমান অলি, অধ্যাপক জহিরুল হক শাকিল ও দেওয়ান সৈয়দ রব মোর্শেদ।
খাবার পর্ব শেষে শুরু হয় আঞ্চলিক গান ও ধামাইলের পালা। এতে অংশ নেন সংগঠনের অন্যতম নেতা মোমিন আলী, মারুফ চৌধুরী, এ রহমান অলি, মুর্শেদ, তাহীর আলী, কবি হাবীব, জাহাঙ্গীর, কামাল চৌধুরী, ইমরুল, আল আমিন ও খায়ের সহ অনেকে। মধ্যরাত পর্যন্ত গানবাজনা, ধামাইল নৃত্য সকলে উপভোগ করেন। হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ভবিষ্যতে আরো বর্ধিত কলেবরে অনুষ্ঠান আয়োজন করা হবে বলে ঘাষণা দেয়া হয়েছে।