Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডায়বেটিস প্রতিরোধ সচেতনতা মূলক এডভোকেসী সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বুরে‌্যা কর্তৃক ২০১৫-১৬ অর্থ বছরের স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ নং-৪ বে-সরকারী কনসালটিং ফার্ম ধ্র“ব কথাচিত্র আয়োজিত ডায়বেটিস প্রতিরোধ সচেতনতা মূলক এডভোকেসী সভা গতকাল সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন অফিসের সভাক্ষে অনুষ্ঠিত হয়। সভায় রির্সোসপার্সন ছিলেন সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, এমওসিএস  ডাঃ মখলিছুর রহমান উজ্জল, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ শিকদার।
আলোচনা সভায় সিভিল সার্জন বলেন, সচেতন থাকলে ডায়বেটিস নিয়ন্ত্রন করা সম্ভব। নিয়মিত খাদ্য গ্রহণ, চর্বিযুক্ত খাবার পরিহারে নিয়মিত ব্যায়াম করতে হবে। এ ধরনের সচেতনামূলক কার্যক্রম প্রচারের জন্য ধ্র“ব কথাচিত্র কনসালটিং ফার্মকে ধন্যবাদ জানান। পরে ডায়বেটিস এর উপর ভিডিও মাল্টিমিডিয়া প্রেজেটেশন উপস্থিপন করা হয়।