Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিএনপির প্রার্থী মনোনয়ন বিতর্ক তুঙ্গে ॥ ভরাডুবির আশংকা !

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন ইউপি নির্বাচনে নবীগঞ্জে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। বর্তমান ও সাবেক ৫ চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন মুখকে মনোনয়ন দেয়া হয়েছে। এনিয়ে তৃণমূল বিএনপিতে হতাশা দেখা দিয়েছে। দলীয় মনোনয়নের কারণে নবীগঞ্জে বিএনপির ভরাডুবির আশংকা করছেন অনেকেই।
ইনাতগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবদুল বাতেনকে বাদ দিয়ে নতুন মুখ আকিকুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। বাউসা ইউনিয়নে বিগত দু’বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমানকে দেয়ার পরও তাঁর স্থলে দেয়া হয়েছে যুবদলের সাবেক সভাপতি মজিদুল করিম মজিদকে। ২নং বড়বাকৈড় ইউনিয়নে থানা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আশিকুর রহমানের মনোনয়ন বাতিল করে মনোনয়ন দেয়া হয়েছে নতুন মুখ মোঃ হাবিবুর রহমানকে। পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুর রহমানের পরিবর্তে মনোয়ন দেয়া হয়েছে ছাত্রদলের সাবেক নেতা শেখ মোঃ রুবেল মিয়াকে। দীঘলবাক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ ছালিক মিয়াকে দলীয় মনোনয়ন না দিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল বারিক রনিকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে ছালিক মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।