Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বালিকান্দি গ্রামে চাঞ্চল্যকর লায়েছ হত্যা ॥ রিপনকে ৫দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামের চাঞ্চল্যকর স্কুল ছাত্র লায়েছ চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামী রিপনকে রিমান্ডে নিয়েছে পিবিআই। মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার পিবিআই জোনের আকতারুজ্জামান গতকাল রিপনকে ৫দিনের রিমান্ডে নিয়েছেন। উল্লেখ্য যে, গত বছরের ৬ নভেম্বর বালিকান্দি গ্রামের সৌদি প্রবাসী নয়ন চৌধুরীর পুত্র উচাইল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র লায়েছকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহত লায়েছের মা জেসমিন আক্তার বাদী হয়ে রিপনসহ ১০জনকে আসামী করে হবিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। থানার এসআই ওয়াহেদ গাজীকে মামলার তদন্তভার দেয়া হয়। তদন্ত শেষে ৯আসামীকে বাদ দিয়ে শুধুমাত্র রিপনের বিরুদ্ধে চার্জশীট দেন ওয়াহেদ গাজী। এ চার্জশীটের বিরুদ্ধে ২৬ জানুয়ারী আদালতে নারাজি দেন বাদী জেসমিন আক্তার। নারাজির প্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্তের জন্য মৌলভীবাজার পিবিআই জোনকে নির্দেশ দেন বিজ্ঞ আদালত। নির্দেশের প্রেক্ষিতে রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান। শুনানী শেষে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।