Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মরাবাতাই লংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ॥ বীজ প্রকল্পে ধান কাটা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরই বোরো মৌসুমে উচ্চ মূল্যে বাজার থেকে ধানের বীজ ক্রয় করতে হয় কৃষকদেরকে। আবার ধান আবাদে সেচের জন্য ব্যয় হয় প্রচুর অর্থ। অথচ চাইলে কৃষকরা নিজেরাই ভাল মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে পারে। এমনকি কম সেচের মাধ্যমে ফসলও ফলানো যেতে পারে।
হবিগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রদর্শনী কৃষকদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে। চলতি বোরো মৌসুমে ‘খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের মরাবাতাই লংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ৫ একর জমিতে ব্রি-২৯ ধানের আবাদ করে। এতে হেক্টর প্রতি ফলন হয় ৫.৮ মেট্রিক টন। উৎপাদিত ফসল বীজ হিসাবে সংরক্ষণ করে কৃষক পর্যায়ে বিক্রয় করা হবে। গতকাল শনিবার বিকেলে ওই প্রদর্শনীর মাঠ দিবসে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মজুমদার মো. ইলিয়াছ, হবিগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কায়কোবাদ, প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক শাহ ফখরুজ্জামান, সমিতির সভাপতি আরব আলী, সাধারন সম্পাদক ডা. জিতু মিয়া, কৃষকলীগ সভাপতি আরব আলী, আহসান উল্লাহ, আব্দুর রহিম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র কর।