Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী বাচাঁইয়ে অনিয়মের প্রতিবাদে সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন নির্বাচনে নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ায় দেবপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সরদঘাট নতুন বাজারস্থ ১০নং ইউনিয়ন বিএনপির সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা ফখরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি রজব আলী, বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন। সভায় বক্তব্য রাখেন, ১০নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ খফরুল ইসলাম সাদি, ক্রিড়া সম্পাদক মুতাচ্ছির আলী, আতিকুর রহমান, দেবপাড়া তরুনদলের সভাপতি শাহ আলম, যুবদল নেতা জাবেদ আহমদ কয়েস, শাহ আমজদ আলী, আব্দুস শহীদ, মাওঃ ফখরুল ইসলাম প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১০নং দেবপাড়া ইউপি ছাত্রদল সভাপতি জিয়াউর রহমান, আংচার মিয়া, সইদুল ইসলাম, যুবদল নেতা আকলিছ মিয়া, তফজ্জুল হোসেন, এমদাদুল হক, আব্দুল আজিজ, হাজী আব্দুল খালিক, সজব আলী, দেবপাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান, শাহ হাফিজুর, নুর মিয়া, মুকাব্বির আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ১৮জনের একটি অবৈধ বোর্ড গঠন করে একক প্রার্থী মনোনয়ন প্রাথমিক ভাবে দেওয়া হয়েছে। দলের হাইকমান্ড ও দলের নেত্রী বেগম খালেদা জিয়া ৫ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন। সেখানে ১৮জনের বোর্ড কিভাবে গঠন করা হল। একটা দলের শৃংখলা ভঙ্গের একটি নিদর্শন। বক্তরা বলেন, দলের মধ্যে শৃংখলা ভঙ্গকারীদের কোন স্থান নেই। নেত্রী যেখানে ৫সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন সেখানে ১৮ সদস্যের বোর্ডের কোন নিয়ম নেই। তাই ১৮জনের মতামতের ভিত্তিতে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাকে আমরা মানি না মানব না। বক্তারা বলেন, বিরোধী দল বিএনপি করার কারনে বিভিন্ন জুলুম নির্যাতন ও মামলা হামলার শিকার হতে হয়। গত ৭টি বছর আমরা কষ্ট করে বেচেঁ আছি। আজ তথাকথিত সুবিধাবাদীরা নেত্রীর নির্দেশকে অমান্য করে যে মনোনয়ন দিয়েছেন এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।