Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে নিজ সন্তানকে চুরি ৩ দিন পর উদ্ধার করল পুলিশ

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মায়ের কাছ থেকে না বলে শিশু সন্তানকে চুরি করে নিয়ে যাওয়ার ৩ দিন পর আদালতের নির্দেশে উদ্ধার করল পুলিশ। উদ্ধারের পর মায়ের কোলে আবার ফেরত দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাধবপুর থানার এসআই মুছলেহ উদ্দিন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে ওই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২ বছর পুর্বে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের তফছির মিয়া হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মৃত মানিক মিয়ার মেয়ে নার্গিস আক্তারকে বিয়ে করে। বিয়ের এক বছর পর তাদের কোল জুড়ে আসে তামিম নামে এক পুত্র সন্তান। গত দু’মাস পুর্বে তফছির মিয়া স্ত্রী নার্গিসকে মারধোর করলে সে ছেলেকে নিয়ে হবিগঞ্জে বাবার বাড়ি চলে যায়। এদিকে মঙ্গলবার সকালে তফছির তার ছেলেকে দেখার জন্য শ্বশুর বাড়ী যায়। ছেলেকে কোলে নিয়ে আদর করার এক ফাঁকে কাউকে কিছু না বলে শিশু তামিমকে নিয়ে বাড়ীতে পালিয়ে যায়। এদিকে শিশু তামিমকে না পেয়ে নার্গিস প্রায় পাগল হয়ে খুজতে থাকে এবং সন্তানের খুজে স্বামীর বাড়ী ছুটে যায়। কিন্তু তফছির শিশু তামিমকে না দিয়ে নার্গিসকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। ফলে অনেকটা বাধ্যই হয়ে নার্গিস সন্তানকে ফিরে ফেতে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে বিঞ্জ বিচারক ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়ার জন্য মাধবপুর থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ মোতাবেক ওই শিশুকে পুলিশ উদ্ধার করে মায়ের কোলে তুলে দেন।