Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৮ জন আহত

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ করা হয়। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের মিনাট গ্রামে। গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ হামলা ও লুঠপাটের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে  প্রতিদ্বন্দ্বিতা করে হাফিজ উদ্দিন ও ইনছাব উল্লাহ সমান সংখ্যক ভোট পেলে ওই ওয়ার্ডের ফলাফল স্থগিত করা হয়। নির্বাচনে মিনাট গ্রামের আব্দুর রাজ্জাক এক মেম্বার প্রার্থীকে সমর্থণ না করায় ওই মেম্বার প্রার্থী তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এর জের ধরে ওই মেম্বার প্রার্থীর লোকজন ব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের বেড়া, দরজা-জানালা ভেঙ্গে ঘরে ঢুুকে আঃ রাজ্জাকের পরিবারের লোকজনকে বেদরক মারপিঠ করে। সুকেশের তালা ভেঙ্গে নগদ সাতাত্তর হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, একটি ১৪ ইঞ্চি রঙ্গিন টিভি ও একটি টেবিল ফ্যান লুঠ করে নিয়ে যায়। হামলায় আহতরা হলেন- আঃ রাজ্জাক (৬০), মেহেরুন নেছা (৫৫), আব্দুল হান্নান (৩০), কাঞ্চন (২৭), আলমগীর (২৬), জাহাঙ্গীর (২৪), বাশার (২২), সুলতানা আক্তার (২০)। আহতদের সবাইকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেছেন সাবেক ও বর্তমান চেয়ারম্যান হায়দারুজ্জামান খাঁন ধন মিয়া ও ওয়ারিশ উদ্দিন খাঁন।