Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের কালিকাপাড়া মহল্লায় রাস্তায় বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের কালিকাপাড়া গ্রামে মানুষ চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে কতিপয় ব্যক্তি। প্রতিকার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন ভোক্তভোগীরা।
বিবরণে জানা যায়, কালিকাপাড়া মাস্টার বাড়ীর নামে রেকর্ডকৃত তাদের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিনের যাবৎ দখলের পায়তারা করে আসছে একই মহল্লার মৃত আঃ ওয়াহিদ এর ছেলে দিলু মিয়া, খেলু মিয়া এবং আঃ মন্নাফ এর ছেলে আঃ হামিদ গংরা। সম্প্রতি ওই পক্ষদ্বয় দিনে দুপুরে তাদের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে ওই বন্ধ করে দেয়। পরে উপায়ত্তরনা না পেয়ে এ বিষয়ে প্রতিকার চেয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হবিগঞ্জ এর আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাশিদুর রহমান। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট রাস্তায় প্রতিবদ্ধকতা থাকলে তা অপসারণ পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য বানিয়াচং থানাকে আদেশ প্রদান করেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদ কে এর দায়িত্বভার প্রদান করেন। গতকাল পর্যন্ত ওই রাস্তা থেকে বাঁশের বেড়া সরানো হয় নি। এ দিকে রাস্তা বন্ধ থাকায় মাস্টার বাড়ীর লোকজনসহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা নিরাপদে বাড়ী থেকে বের হয়ে বিদ্যালয়ে যাবার সাহস পাচ্ছে না। এতে করে তাদের স্কুলে যাওয়া সহ ওই বাড়ীর লোকজনের চলাফেরায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে তারা পুলিশ প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন।