Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মৃত্যুর ৩ মাস পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার নিজামপুরে মৃত্যুর ৩ মাস পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন করা হয়। তবে মৃত্যুর সময় শিশুটির বয়স ৩৭ দিনের হওয়ায় কবরে শুধু কাফনের কাপড় ও হাড়যুক্ত মাটি উদ্ধার করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আরিফুল হকের উপস্থিতিতে কবর খুড়ে সদর হাসপাতালের ডোম সাবু মিয়া। কবর খোড়ার পর সদর থানার এসআই রাজকুমার সুরতহাল রিপোর্ট তৈরি করে তা পরীক্ষার জন্য প্রেরণ করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ডিসেম্বরে ওই গ্রামের মাকসুদা বেগম হবিগঞ্জ সদর হাসপাতালে একটি পুত্রসন্তান জন্ম দেন। সন্তান প্রসবকালে মাকসুদা অসুস্থ হয়ে পড়লে তার শ্বশুর ইবরাহিম, শ্বাশুড়ি আমিনা ও ননদ তাছলিমাকে শিশুটিকে দেখাশুনার দায়িত্ব দেয়। এ সময় মাকসুদা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২২ জানুয়ারি শিশুটি মারা যায়। এবং স্বাভাবিকভাবে ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সম্প্রতি মাকসুদার সন্দেহ হয় তার শিশুকে হত্যা করা হয়েছে। এতে সে আদালতে মামলা দায়ের করলে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। উল্লেখিতরা ছাড়াও মামলায় ফুফু শ্বাশুড়িকে আসামী করা হয়। তবে মামলায় শিশুর বাক প্রতিবন্ধী পিতা জুনাইদ মিয়াকে আসামী করা হয়নি।