Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নৌকা এখন সোনার ধানে ভরা

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাঙা নৌকা এখন আর ভাঙা নেই, সোনার ধানে নৌকা এখন ভরা। বুধবার জাতীয় সংসদে ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু ভাঙা নৌকা সেচেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলছিলেন। অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রার সময়ই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এরপরই শুরু হয় হত্যা-কুষড়যন্ত্র ও অবৈধ ক্ষমতা দখলের রাজনীতি। ’৭৫-এর পর যারা ক্ষমতায় ছিল তারা জনগণের নয়, নিজেদের ভাগ্য গড়েছেন। নিজেরা অর্থ-সম্পদের মালিক হয়েছেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই দেশ প্রকৃতভাবে অগ্রগতির পথে যাত্রা শুরু করে। তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে সোনার ফসল ফলিয়েছি, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। সোনার ধানে নৌকা এখন ভরা। আমরা ভাঙা নৌকা মেরামত করেছি। স্বাধীনতার পর আমাদের দেশকে নিয়ে যারা ঠাট্টা-মশকরা করতো, আজ তারাই বলতে বাধ্য হচ্ছেন- বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের এই উন্নয়ন-অগ্রগতিকোনো ম্যাজিক নয়, সুনির্দিষ্ট পরিকল্পনা, দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ, সততা, নিষ্ঠা এবং একাগ্রতা নিয়ে কাজ করছি বলেই বিশ্বের মধ্যে বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। ইতোমধ্যে আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
একেএম শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সততা, নিষ্ঠা ও একাগ্রতা এটাই আমার শক্তি। এই শক্তি নিয়েই কাজ করে যাচ্ছি। শোককে শক্তি করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছি বলেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি- এটাই আমাদের লক্ষ্য।