Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুন্দ্রাটিকির আলোচিত ৪ শিশু হত্যা ॥ মূল নথি না থানায় চার্জশীট গ্রহণ করেনি আদালত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ৪ শিশু হত্যা মামলার মূল নথি না থাকায় চার্জশীট গ্রহণ করেনি আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগম চার্জশীট গ্রহণ না করে মামলার পরবর্তী তারিখ ১০মে নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, সোমবার মামলার নির্ধারিত তারিখে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলার চার্জশীটের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে বিচারক মামলার মূল নথি দেখতে না পেয়ে মূল নথি আদালতে দাখিল করতে বলেন। জবাবে কোর্ট ইন্সপেক্টর জানান, মূল নথি আসামীদের জামিন শুনানির জন্য জেলা জজ আদালতে রয়েছে। এ অবস্থায় বিচারক শামসাদ বেগম চার্জশীট গ্রহণ না করে পরবর্তী তারিখে মূল নথিসহ চার্জশীট আদালতে দাখিল করার আদেশ দেন।
গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মুক্তাদির হোসেন ৪ শিশু হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছিলেন।
গত ১২ ফেব্র“য়ারি বিকেলে ৪ শিশু নিখোঁজ হয়েছিল। নিখোঁজের ৫ দিন পর বাড়ির অদূরে বালিমাটিতে পুতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।