Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উচাইল চারিনাও গ্রামে হামলা-ভাংচুরের ঘটনায় ৬৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে বাড়িঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে ওই গ্রামের সারাজ মিয়ার স্ত্রী লাকি বাদি হয়ে একই গ্রামের আলী আকবর শাহীন, জহুর মিয়া, তাহের মিয়া, হারুন মিয়া, জাহির মিয়াসহ ৬৫জনকে আসামী করে মামলাটি করেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্র“য়ারি চারিনাও গ্রামে পুকুর খনন নিয়ে দুই পরে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহুর আলী গুরুতর আহত হয়। এরপর ৯ ফেরুয়ারি তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। এ ঘটনার পর জহুর আলীর পুত্র আওয়াল মিয়া সদর কোর্টে ওই গ্রামে শাহিন মিয়াসহ ৯৯ জনকে আাসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা করার পর প্রতিপক্ষ যাদু মিয়ার স্ত্রী জাহানারা বেগম নিহত জহুর আলীর পুত্র আওয়াল মিয়াসহ ৪৫ জনকে আসামী করে লুটপাটের মামলা দায়ের করে। মামলায় গত বৃহস্পতিবার হত্যা মামলার আসামীরা নিহত জহুর আলীর বাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।