Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তারা ॥ পল্লীবন্ধু এরশাদের অনুমোদিত কমিটি বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশৃংখলা সৃষ্টি করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নব গঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা জাপার শ্যামলীস্থ কার্যালয়ে জাতীয় প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শংকর পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব আজমান আলী, আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, তৌহিদুল ইসলাম তৌহিদ, মীর জিয়াউল হক জিয়া, প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, আব্দুল জলিল তালুকদার, জাহাঙ্গীর আলম, প্রভাষক এসএম লুৎফুর রহমান, চৌধুরী, মোস্তাফিজুর রহমান ময়না, মকসুদুজ্জামান খান, গৌরাঙ্গ সরকার, আঙ্গুর মিয়া, শাহজাহান তালুকদার, আব্দুল মোতালেব, গাজী মোঃ মিজবাহ উদ্দিন, ওয়ারেন্ট অফিসার আব্দুল আবু ইউসুফ, আব্দুল কাউয়ূম, রতœা বেগম, কদর আলী মোল্লা, আরব আলী, কাউছার আহমেদ, লিয়াকত আলী খান প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন সুখলাল সূত্রধর, সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, পিনাকী চৌধুরী, তালেব উদ্দিন, সেলিম আহমেদ-১, আব্দুল কাউয়ূম জলি, মোঃ সুরুজ আলী, এনায়েত উল্লাহ তারেক, মঞ্জুরুল হক সামুদ, শেখ জালাল, জুবায়েদ হোসেন, বিপ্লব চন্দ্র দেব, ডাঃ সুকুমার চন্দ্র দাশ, মোহাম্মদ জামাল উদ্দিন, হাজী আব্দুস সালাম তালুকদার, মুনায়েম চৌধুরী, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আমিনুল হক সাদেক মেম্বার, আব্দুল মোকাদ্দিম নিশু, আব্দুর রউফ, আব্দুল হান্নান, শেখ রইছ আলী, সোহেল আহমেদ রানা, বিশ্বজিৎ চৌধুরী, তাহির আহমেদ, সেলিম আহমেদ-২, সুলতান, স্বপন মেম্বার, জুবায়ের আহমেদ জীবন, শাহ আলম, শাহাব উদ্দিন, এমায়ূন কবির ইমন, আবুল কালাম, রাবেয়া বেগম, গোপাল দাশ, মোশাহিদ আহমেদ বাবুল, শেখ শামীম আহমেদ, রিপন মিয়া, সাইদুল ইসলাম, ফারুক মিয়া, আব্দুল গফুর জিতু, ওয়ালিদুর রহমান, নূরুল হক, হোসাইন আহমেদ, আবুল হাসিম মেম্বার, ফতেহ আহমেদ, কদর আরী, মাহিদ উদ্দিন, মুহিত মিয়া প্রমুখ।
সভার শুরুতে জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা মরহুম এম এ সোবাহান চৌধুরীর বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্টপতি পল্লীবন্ধু এরশাদ এর অনুমোদিত কমিটি বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে দলে বিশৃংখলা সৃষ্টি করার পায়তারা করছেন, পক্ষান্তরে তারা পার্টির চেয়ারম্যানের আদেশকে অমান্য করছেন। এ জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলের চেয়ারম্যানের প্রতি জোর দাবি জানান। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রদান করায় হয়। এই তালিকা চেয়ারম্যানের সুপারিশের জন্য প্রেরণ করা হবে। সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আগামী ১৪ মে জাতীয় পার্টির মহা-সম্মেলন সফল করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।