Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খাগাউড়া ইউনিয়নে চেয়ারম্যানের পক্ষে টাকা বিতরণকালে গ্রেপ্তার-২ ॥ ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণের দায়ে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতে। দণ্ডিতরা হলেন-খাগাউড়া ইউনিয়নের আমীরপুর গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে খলিলুর রহমান (৬৫) ও ঘাটুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাকসুদুর রহমান (৩০)। খাগাউড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গুনই গ্রামের বাসিন্দা শাহ মাহমুদুর রহমানের পক্ষে তারা টাকা বিতরণ করায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ মাহমুদুর রহমান মক্কীর ঘোড়া মার্কায় ভোট কেনার জন্য মথুরাপুর ও রাঙ্গাহাটি গ্রামে দণ্ডিতরা টাকা বিতরণ করছিলেন। এ সময় বানিয়াচং থানার এসআই আশরাফুল ইসলাম ও অঞ্জন সরকারের নেতৃত্বে একদল পুলিশ টাকাসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত দুই জনকে বানিয়াচং থানায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুনের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাদেরকে জিজ্ঞাসাবাদে আদালতের কাছে ওই প্রার্থীর পক্ষে টাকা বিতরণের কথা স্বীকার করে। পরে আদালত জব্দকৃত ১৯ হাজার টাকা বাজেয়াপ্ত করে সরকারী কোষাগারে জমা দেয়াসহ দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, আগামীকাল শনিবার খাগাউড়া ইউনিয়নসহ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।