Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শেখ জাহেদ’র উদ্যোগে করগাঁও ইউনিয়নে প্রাথমিক শিক্ষা উন্নয়নে মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ২১ এপ্রিল বিকাল ৩ টায় করগাঁও ইউনিয়ন কমপ্লেক্সের সভাকক্ষে ১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন অলিমা মফিজ ফাউন্ডেশন -ইউকে’র প্রতিষ্ঠাতা শেখ মহিউদ্দিন আহমদ (জাহেদ), বিশেষ অতিথি ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র উপজেলা সভাপতি শামীম আহমদ চৌধুরী, ফাউন্ডেশনের বিশেষ সমন্বয় কর্মকর্তা মিনহাজ সামাদ চৌধুরী। সভা পরিচালনা করেন বড় শাখেরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া।
সভার সুচনায় প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গীতেন্দ্র কুমার দাশ, বিপুল চন্দ্র দেব, মিত্রা দেব, সেলিনা বেগম, অশেষ কুমার দাশ, লিটন দেবনাথ, জ্ঞানরঞ্জন দাশ, ঝর্ণা রাণী তালুকদার, তপন জ্যোতি রায়, সপ্না দাশ সামন্ত প্রমুখ।
শিক্ষক সমাজকে উদ্দেশ্য করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ‘‘আপনারা হচ্ছেন জাতি নির্মাণের কারিগর, আপনারা আমাদের অহংকার। সমাজ সচেতন মানুষদের নিয়ে ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে, শিক্ষক সমাজকে নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি, তাহলে আমরাই সৃষ্টি করতে পারব, শিক্ষার এক নতুন পরিবেশ। যেখানে থাকবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ। আজ আপনাদের কাছ থেকে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যে সকল বাঁধার কথা শুণলাম, সেই সকল বাঁধা সকলের সম্মিলিত চেষ্টায় আমরাই অতিক্রম করতে পারব। আমাদের মাঝে কোন বাঁধার আর বাঁধা হিসেবে থাকবে না। আপনাদের উদ্যোমই হবে আমার কাজের প্রেরণা এবং আপনাদের সাথে কাজ করার জন্য আমি প্রতিষ্ঠা করেছি  স্বীয় মা-বাবার নামে অলিমা মফিজ ফাউন্ডেশন-ইউকে।
সভার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন তাঁর সমাপনী বক্তব্যে বলেন; ‘‘আমাদের করগাঁও গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ইনভেষ্টমেন্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী শেখ মহিউদ্দিন আহমদ (জাহেদ) কর্তৃক ইউনিয়নের শিক্ষার উন্নয়নে একজন জনপ্রতিনিধি হিসেবে আজীবন কাজ করার অঙ্গীকার করেন।