Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংঘর্ষ হামলা ভাংচুর অগ্নিসংযোগ আবারো উত্তপ্ত হয়ে উঠছে চারিনাও

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও খুনের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সম্প্রতি ওই গ্রামে দুই দলের সংঘর্ষে জহুর আলী নামের এক ব্যক্তি খুন হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহীন, সোয়াই মিয়া, জাতু মিয়া, রশিদ মিয়া, হিরণ মিয়া ও শাহজাহান মিয়াসহ ৪৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে আসামীদের বাড়িঘর লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগসহ ভিটেবাড়ি গুড়িয়ে দেয় নিহত জহুর আলীর পক্ষের লোকজন। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করতে হয়েছে। এসব ঘটনায় নিহত জহুর আলীর পক্ষের লোকজনের বিরুদ্ধে আদালতে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। গতকাল বৃহস্পতিবার খুনের মামলার আসামীরা হাজিরা দিতে আদালতে আসার সময় পথিমধ্যে বাদীপক্ষের লোকজন আসামী সিরাজ মিয়ার ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে একে অপরের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে মহিলাসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। গতকাল বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।