Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুজাতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৩ এপ্রিলের পরিবর্তী ২৮ মে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৩ এপ্রিলের পরিবর্তে ২৮ মে অনুষ্ঠিত হবে। সীমানা নির্ধারণ নিয়ে জঠিলতার কারণে নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। গতকাল নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করা হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ প্রচার-প্রচারনা প্রায় শেষ করে আর মাত্র ২দিন পর কাঙ্খিত বিজয়ের মালা গলায় পড়ার পূর্ব মুহুর্তে নির্বাচন মাসাধিকাল পিছিয়ে দেয়ায় প্রার্থীদের মাথায় যেন বাজ পড়েছে।
জানা যায়, ওই ইউনিয়নের মহিদিপুর গ্রামটি ২নং ওয়ার্ডের আওতায় রয়েছে। ফলে তাদেরকে প্রায় ৩ কিলোমিটার দুরে অবস্থিত ইকরাম গ্রামে এসে ভোটাধিকার প্রয়োগ করতে হয়। যোগাযোগ ব্যবস্থা না থাকায় অধিকাংশ ভোটার তাদের ভোধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন। অথচ ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্র মহিদিপুর গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। বাড়ি পাশে ৪নং ওয়ার্ডের ভোটার ভোট প্রয়োগ করেন, আর ২নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত হওয়ায় তাদের ভোট দিতে যেতে হয় ৩ কিলোমিটার দুরে গিয়ে। এ অবস্থায় ৩/৪ পূর্বে মহিদিপুর গ্রামের বাসিন্দারা তাদের ৪নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানায়। এর প্রেক্ষিতে তাদেরকে ৪নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত করতে প্রজ্ঞাপন জারী করা হয়। এবং তাদের ভোট ২নং ওয়ার্ড থেকে বাদ দিয়ে ৪নং ওয়ার্ডে সংযুক্ত করতে বলা হয়। কিন্তু ইতিপূর্বে ভোটার তালিকা প্রকাশ হওয়ায় মহিদিপুর গ্রামকে ৪নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত করা হলেও ভোটার তালিকা ২নং ওয়ার্ডেই থেকে যায়। এ অবস্থায় তাদের ভোট ৪নং ওয়ার্ডে স্থানান্তরের লক্ষ্যে সুজাতপুর ইউনিয়ন নির্বাচন আগামী ২৩ এপ্রিল শনিবারের পরিবর্তে ২৮ মে নির্ধারণ করা হয়।