Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এক প্রতিবন্ধিকে দোকান ঘর ও নগদ টাকা প্রদান করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক শারীরিক প্রতিবন্ধিকে নগদ টাকা ও দোকান ঘর প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক এর কার্যালয়ে সদর উপজেলার পৈল গ্রামের রুসমত আলীর পুত্র সোহেল মিয়াকে নগদ ২ হাজার টাকা ও ১০ হাজার ব্যয়ে একটি দোকান প্রদান করা হয়। জেলা প্রশাসক সাবিনা আলম দোকান ঘর ও টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপÑপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুকন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত ও শারীরিক প্রতিবন্ধিদেরকে আত্মনির্ভরশীল করার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।