Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা পরিষদ ও প্রশাসনের অনুদান প্রদান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বজ্রপাতে নিহত ৩জনের মধ্যে ১জনের পরিবারকে ১৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। এছাড়া নিহত অপর দুই জনের স্বজনদের কাছে পরবর্তীতে চেক হস্তান্তর করবেন। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে নিহত জুয়েল শন্দকরের পিতা হেবেন্দ্র শব্দকরের হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই চেক প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, কাউন্সিলর জাকির হোসেন ও ইউপি মেম্বার দিলীপ সরকার। অপর নিহতদের ১৫ হাজার টাকা করে চেক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আহত ব্যক্তির পরিবারকে ৫ হাজার টাকা দেয়া হবে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জুয়েল শব্দ করের পিতাকে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি চাল প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। উল্লেখ্য, গত সোমবার নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরের খড়িয়া খাল নামকস্থানে বজ্রপাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির দেবপাড়া গ্রামের দু’সহোদর এবং টুকচানপুুর গ্রামের জুয়েল শব্দকর নিহত হয়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী নিহতদের বাড়িতে ছুটে যান এবং স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি নিহত ৩ পরিবারকে ৪৫ হাজার ও আহত পরিবারকে ৫ হাজার টাকা পরিষদের পক্ষ থেকে আর্থিক সাহায্যের ঘোষনা দেন।