Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং রোডে ট্রাক ধেবে ৪ ঘন্টা যান চলাচল বন্ধ ভোগান্তির শিকার যাত্রীরা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ রোডের রতœা ডাইভারশন ব্রিজের গোড়ায় অতিরিক্ত মালবাহী ট্রাক ধেবে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছে যাত্রী সাধারণ। প্রায় ৪ঘণ্টা ওই সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টার দিকে মালবাহী একটি ট্রাক বানিয়াচং থেকে হবিগঞ্জে যাচ্ছিল। রতœা এলাকায় ডাইভারশন ব্রিজের উত্তর পাশে গোড়ায় ট্রাকটি ধেবে যায়। এতে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শতশত যাত্রীবাহী গাড়ী আটকা পড়ে। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারসহ স্কুল, কলেজের শিক্ষার্থীসহ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। প্রায় ৪ ঘন্টা পর পুলিশ প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে আটকা পড়া যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, নামে মাত্র সাইডবোর্ড  ঝুলিয়ে ১০ টনের উপরে মাল পরিবহন নিষেধ করা হলেও এটা শুধু সাইডবোর্ডেই শোভা পাচ্ছে। কাজের কাজ কিছু কিছুই হচ্ছে না।