Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের অনন্তপুর ও মাহমুদাবাদ এলাকায় ২ সপ্তাহে ৫ বাড়ি চুরি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর ও মাহমুদাবাদ এলাকায় দুই সপ্তাহে কমপক্ষে ৫টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ওই সব বাড়ি থেকে দুর্বৃত্তরা কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহকর্তারা। সবশেষ গত রবিবার দিবাগত গভীররাতে আরেক বাড়িতে চুরি সংঘটিত হয়।
জানা যায়, অনন্তপুর এলাকার সামছুদ্দিন চৌধুরীর বাসার সদস্যরা অন্যান্য দিনের মতো ওই দিনও ঘুমিয়ে ছিলেন। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তার বাসার সদর দরজার সিটকারী ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা তার ঘর থেকে হীরার লকেট, স্বর্ণালংকার, নগদ টাকা, কম্পিউটারসহ প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে সামছুদ্দিন চৌধুরীর পুত্র সায়েম উদ্দিন সোহাগ হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। এর ৪ দিন আগে একই এলাকায় প্রবাসী সফিকুর রহমানের বাসার গৃহকর্তীকে বেঁেধ দুর্বৃত্তরা প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এর কিছুদিন আগে মাহমুবাদ এলাকার সাবেক শিক্ষক ছিদ্দিকুর রহমানের বাসা ও রিয়াজ মিয়ার বাসা থেকে ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ছাড়া অনন্তপুর এলাকার বাসিন্দা নুর মিয়ার দোকানের তালা ভেঙ্গে প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ওই এলাকাগুলোতে পরপর চুরির ঘটনায় আতংক বিরাজ করছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় শাহজালাল জামে মসজিদের সামনে কমিউনিটি পুলিশিংয়ের সভায় সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নিকট এ চুরির বিষয়গুলো তুলে ধরা হয়। এলাকাবাসি অভিযোগ করেন, এর একদিনের মাথায় আবারো আরেকটি বাসায় চুরির ঘটনা ঘটেছে।