Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কবির মিয়া লন্ডনী আর নেই জানাযায় হাজারো মানুষের ঢল

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক ও লন্ডন প্রবাসী কবির মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার ভোর ৪ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী মাহমুদা খানম, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত শনিবার বেলা ২.৩০ ঘটিকায় মরহুমের ঐতিহ্যবাহী বাড়ি মুহিব ভিলার সামনের মাঠে অনুষ্টিত জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ হাজারো মানুষের ঢল নামে। উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, সিআইপি আব্দুর রহিমের ছোট ভাই মুজিবুর রহমান,আব্দুস শহীদ, আবু ইউছুপ, ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, লন্ডন প্রবাসী মরহুম কবির মিয়া মৌলভী বাজারের বিশিষ্ট রাজনীতিবিদ সিআইপি আব্দুর রহিম (শহীদ)এর শশুড় এবং উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রকিবের ফুফা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, যুবদল সভাপতি ও কাউন্সিলর এটিএম সালামসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।