Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লোডশেডিং এর প্রতিবাদে সচেতন যুবসমাজের স্মারকলিপি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পল্লী বিদ্যুতের ভেলকীবাজী ও ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে ফুসেঁ উঠেছে নবীগঞ্জবাসী। পল্লী বিদ্যুতের সকল অব্যবস্থাপনার কারণে গতকাল রবিবার সকালে পল্লী বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিয়েছেন নবীগঞ্জের সচেতন যুবসমাজ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বরাবর উক্ত স্মারকলিপি প্রদান করা হয়। ৭ দিনের মধ্যে পল্লী বিদ্যুতের সকল সমস্যা সমাধান না হলে তীব্র আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সচেতন যুবসমাজ।
আন্দোলনকারীরা জানান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের অধীনে নবীগঞ্জ উপজেলার ৩ শত ৫৫ টি গ্রামে প্রতিদিনই পল্লীবিদ্যুতের ভেলকীবাজী ও ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। এতে করে একদিকে চলতি এইচ.এস.সি পরীক্ষার্থীদের যেমন পরীক্ষার প্রস্তুতিতে ক্ষতি হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেনী পেশার মানুষ পড়েছেন বিপাকে। ভুক্তভোগীরা জানান, প্রায় ৬ মাস যাবত সপ্তাহে শুক্র ও শনিবার লাইনে নতুন কাজ ও পুরাতন কাজ পরিবর্তনের অজুহাতে সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো নবীগঞ্জে বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়। সুস্পষ্ট কোন কারন ছাড়াই কয়েক মাস ধরে প্রতিদিন বিদ্যুতের এমন ভেলকীবাজী ও লুকোচুরি খেলায় জনমনে বাড়ছে ক্ষোভ। এ জন্য কর্তৃপক্ষের উদাসীনতা, দায়িত্বহীনতা ও মান্দাতা আমলের বিদ্যুত বিতরণ ব্যবস্থাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা। সচেতন যুবসমাজের এই মৌন মিছিলে শত শত গ্রাহক অংশগ্রহণ করেন। স্মারকলিপির অনুলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন ও পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মনসহ বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।