Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-লাখাই-চুনারুঘাটে বজ্রপাতে যুবলীগ নেতাসহ নিহত ৩ ॥ ছাত্রীসহ আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ জেলার পৃথক স্থানে বজ্রপাতে ৩জনের প্রাণহানী ঘটেছে। নিহতরা হলেন-হবিগঞ্জ শহরতলীর কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২), লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের যুবলীগ নেতা রমজান আলী (৩৮) ও একই উপজেলার ভাদিকারা গ্রামের শফিকুল আলম (৩০)।
নিহত আবিদ আলীর পরিবার সূত্রে জানা গেছে, গুঙ্গিয়াজুরি হাওর থেকে ধান কেটে দুপুর দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময়  প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে আবিদ আলী আহত হন। তাকে সাথে সাথে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে যুবলীগ নেতা রমজান আলী এবং শফিকুল আলম তাদের বাড়ির পাশের হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
লাখাই থানার অফিসার ইনচাজ (ওসি) মোজাম্মেল হক এবং হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে আমাদের চুনারুঘাট প্রতিনিধি জানান, চুনারুঘাটের পারকুল এলাকায় গতকাল শনিবার দুপুরে বজ্রপাতে এক স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৪জন আহত হয়েছে। তাদেরকে প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আহতরা হচ্ছে রানীগাও গ্রামের তৌফিক মিয়া (৪০) তার স্ত্রী মিনারা আক্তার (৩৪) ও মেয়ে সায়মা (৫) এবং পারকুল বস্তি গ্রামের তফসিনা খাতুন। তিনি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ বজ্রপাতের ঘটনা ঘটে।