Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক সম্মেলনে অ্যডঃ পংকজ কান্তি ॥ মাধবপুরে জাল দলিল সৃজন করে জমি দখলের পায়তার করে ব্যর্থ হয়ে রাজিয়া মায়া কান্না কানছেন

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উডপজেলার বেঙ্গাডুবা গ্রামের রাজিয়া বেগম নামে এক মহিলা জাল দলিল সৃজন করে অন্যের জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য প্রদান করেছেন বলে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন অ্যডভোকেট পংকজ কান্তি রায়।
গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে  অ্যডভোকেট পংকজ কান্তি রায় বলেন, রাজিয়া বেগম সংবাদ সম্মেলে ন যাদের কাছ থেকে জমি পেয়েছেন বলে উল্লেখ করেছেন, সেই প্রশান্ত কুমার রায় ও সুশান্ত কুমার রায় স্বাধীনতার পূর্বে মৃত্যু বরণ করেছেন। অথচ তাদের নাম ব্যবহার করে তিনি ১৯৮০ সালে ৩৩৪২ নম্বর জাল দলিল সৃজন করেছেন। পরে আদালতে এর সত্যতা প্রমাণ পাওয়া গেছে। রাজিয়া বেগমের পরিবারের সাথে বিভিন্ন মামলার রেফারেন্স দিয়ে বলেন, স্থানীয় মুরুব্বি ও বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিনের মধ্যস্থতায় সালিশ মিমাংশায় তাকে ১২ শতক ভূমি রেজিস্ট্রি করে দেয়ার পরও সে আরও ভূমি দখলের পায়তার করছে। তার পরিবারের উশৃংখলতায় আমার পরিবার দিশেহারা। এ ব্যাপারে আদালতে মামলা দায়েরের পরও তারা বিভিন্নভাবে আমার পরিবারের সুমান হানির চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে তারা মায়াকান্না করে করুনা ভিক্ষা করে স্থানীয় এমপি, আইনজীবি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান করেছে। তিনি বলেন আমি আইনজীবি হওয়ার পূর্ব থেকেই তাদের সাথে মামলা রয়েছে। আইনজীঅবী হিসাবে আমি কোন অবৈধ সুযোগ নেইনি।
তিনি আরও বলেন, ১৯৭০ সালের অগ্রক্রয় যাহার নং ৬১/৭০ মামলায় রাজিয়া বেগমের পরিবারের পরাজয় ঘটে। এর পর জজ কোর্ট ও রেভিনিউ কোর্টে একাধিক মামলায় পরাজয়ের পরও তারা বিভিন্নভাবে আমার পরিবারকে