Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার বৈশাখী অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ বর্তমান সরকারের আন্তরিকতায় পহেলা বৈশাখের উৎকর্ষতা বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের আন্তরিকতায় পহেলা বৈশাখ জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আমাদের দেশের সকল ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠির মানুষের প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ। হবিগঞ্জ পৌরসভার বৈশাখী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পহেলা বৈশাখে উৎসব ভাতা প্রদানের রেওয়াজ চালু করায় এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ের হলরুমে বেলা ১১ টায় অনুষ্ঠিত পহেলা বৈশাখের আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন সিডিসি ফেডারেশনের সভাপতি মোঃ আরব আলী। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন উপ-কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, খালেদা জুয়েল, গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলন। ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরভবনে অনুষ্ঠিত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পহেলা বৈশাখের র‌্যালীতে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সকাল ৯ টায় হবিগঞ্জ পৌরসভার বৈশাখী উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।