Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কবি ও সাংবাদিক সেলিম ঢাকায় সড়ক দুর্ঘটনা নিহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা কবি ও সাংবাদিক শফিউল আলম সেলিম গত বুধবার দিবাগত রাতে ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রাজনগর কবরস্থান মসজিদ প্রাঙ্গনে তার জানাযা নামাজ শেষে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি মা, স্ত্রী, দুই ভাই, দুই বোন, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। গত বুধবার রাত আনুমানিক ২ টায় ঢাকার রামপুরা এলাকায় মোটর সাইকেল যোগে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় আহত হন সেলিম। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, সেলিম ১৯৮৮ সালে বৃন্দাবন কলেজ ছাত্র সংসদে জাসদ ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে সাময়িকী ও প্রকাশনা যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তিনি খোয়াই থিয়েটারের সাবেক সহ-সভাপতি, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জেলা শাখার সদস্য সচিব, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ও হবিগঞ্জ জেলা জাসদের সদস্য ছিলেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের সূর্যোদয়-এর বিশেষ প্রতিনিধি ছিলেন। শফিউল আলম সেলিমের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কবি ও প্রাবন্ধিক এম এ রব, অধ্যক্ষ মোহাম্মদ ইশরামুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জেলা শাখার আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, জেলা জাসদ সভাপতি এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফি, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বৃন্দাবন কলেজের সাবেক জিএস শাকিল মোহাম্মদ, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহিন, পৌর জাসদ সভাপতি শাহ আশিকুর রহমান, পৌর জাসদ সাধারণ সম্পাদক মঈনউদ্দিন আহমেদ চৌধুরী শাম্মু, গণজাগরণ মঞ্চের সংগঠক হুমায়ুন খান, গণজাগরণ মঞ্চের সংগঠক গোলাম সরওয়ার জাহান লিটন, জেলা বাসদ সমন্বায়ক এডঃ জুনায়েদ আহমেদ। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।