Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভূমিকম্প ॥ চুনারুঘাটে আহত ১ মোবাইল ফোন সংযোগে ভোগান্তি

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জেও শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রাত ৭টা ৫৫ মিনিটে কম্পন অনুভূত হতে থাকে। এ সময় আতংকিত লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ওই সময় মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের খোঁজ জানতে ব্যতিব্যস্ত দেখা যায় নগরবাসীকে। কিন্তু সারা দেশে কেঁপে উঠার পরপরই হবিগঞ্জ পৌর শহরসহ প্রায় সারা দেশে কিছু সময় মোবাইলে কল করা যায়নি। এতে আত্মীয় স্বজনের খোজ খবর নিতে ভোগান্তি পোহাতে হয়েছে গ্রাহকদের।
বুধবার রাতে ভূকম্পনের পর বিভিন্ন অপারেটরের একাধিক গ্রাহক বলেন, তখন চেষ্টা করেও ফোন করা যাচ্ছিল না। কী কারণে এই সমস্যা হয়েছিল- জানতে চাইলে একটি অপারেটরের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পের পর একযোগে সবাই মোবাইল ফোনে অন্যজনের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল। এর ফলে একযোগে সুইচিং সেন্টারগুলোতে চাপ পড়ায় কল আদান-প্রদানের সমস্যা দেখা যায়। তবে কয়েক মিনিট পরই তা স্বাভাবিক হয়ে আসে।
আমাদের চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমীন জানান, সারা দেশের ন্যায় চুনারুঘাটেও শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে। ওই ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে ভবন থেকে বের হতে গিয়ে চুনারুঘাটের বাগবাড়ি মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান (১০) আহত হয়। তাকে তাৎক্ষনিক চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক জানান, হাবিবুর রহমান আতংকগ্রস্থ হয়ে মুর্ছা গিয়েছিলো। এদিকে শক্তিশালী ভুমিকম্পে আমুরোড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক নুসরাত বিল্লাহর বসত ঘরের দেয়ালে ফাটল দেখা দেয়।