Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-৩ আসনে ৩০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করেছেন আতিক

স্টাফ রিপোর্টার ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই) আসনে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক দু’উপজেলায় ৩০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসিবে চিহ্নিত করেছেন। এসব ঝুকিপুর্ণ কেন্দ্রের তালিকা জেলা রিটার্ণিং অফিসারের নিকট প্রদান এ সব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রগুলো হচ্ছে- হবিগঞ্জ পৌর এলাকার সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, চৌধুরীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উমেদনগর শাহপারান দাঃ দাখিল মাদ্রাসা, টাউন মডেল বালক সরঃ প্রাথমিক বিদ্যালয়, রিচি সরঃ প্রাথমিক বিদ্যালয়, রিচি হাই স্কুল, রিচি সাগর কোণা মাক্তব, সুলতান মামুদপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়, ছোট বহুলা সরঃ প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরঃ প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরঃ প্রাথমিক  বিদ্যালয়, চানপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়, ২নং কাশিপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়, লুকড়া সরঃ প্রাথমিক বিদ্যালয়, আসেঢ়া সরঃ প্রাথমিক বিদ্যালয়. ধল সরঃ প্রাথমিক বিদ্যালয়, বামকান্দি সর: প্রাথঃ বিদ্যাঃ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাখাই উপজেলার ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাটিহারা সিদ্দিকিয়া মাদ্রাসা, বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪নং বামৈ ইউনিয়ন, লাখাই এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয়, করাব রহমানিয়া মাদ্রাসা, মোড়াকরি উচ্চ বিদ্যালয়,ফুলতৈল কুসুমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভরপূর্ণী সরকারী প্রাথমিক বিদ্যালয়।