Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী আলমগীর বাবুলের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার আইনজীবী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও হবিগঞ্জ বার সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান আলমগীর বাবুল ভূইয়া বাবুল আর নেই। তিনি গতকাল রবিবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাই শিমুল গ্রামে তার ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আলমগীর বাবুল ভূইয়া বাবুলের কর্মজীবনের শুরুতে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার। পরে তিনি হবিগঞ্জ বারে আইনজীবী হিসাবে যোগদান করেন। তিনি বারের সভাপতি ও সাধারন সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্বেও তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এ এম এস কিবরিয়া হত্যা মামলা পরিচালনা করেন। ক্যন্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ শেষে তার মৃত্যু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন। আলমগীর বাবুল মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে হবিগঞ্জ আদালতে ফুল কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়।