Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৩ ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ধুয়াশা তৈরী হয়েছে। বর্তমান দায়িত্বরত তিন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাদের বাদ দেয়া নিয়ে তুমুল বিতর্ক তৈরী হয়েছে। বঞ্চিত হয়েছেন বর্তমান তিন ইউপি চেয়ারম্যান। বাদ পড়েছেন গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, ১৩ নং পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম। এছাড়াও ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবদুল হেকিমকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। ৬নং কুর্শি ইউনিয়নের মনোনয়ন নিয়েও তোলপাড় চলছে। উপজেলার ১৩ ইউনিয়নে ২৭ মার্চ এবং ৬ এপ্রিল দুই দফায় আগ্রহী প্রার্থীদের স্বাক্ষাৎকার গ্রহণ করে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। ইউনিয়ন, উপজেলা ও জেলার সমন্বয়ে গঠিত ৬ সদস্যের মনোনয়ন বোর্ড প্রার্থী তালিকা চুড়ান্ত করে। ১৩ ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে-২ লাখ ১৬ হাজার ৯৫৭। আওয়ামীলীগের দলীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই দফায় বাচাই প্রক্রিয়া সম্পন্ন করে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। প্রথম দফায় মনোনীতরা হলেন, ১নং বড় ভাকৈড় পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, ২নং পূর্ব বড় ভাকৈড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মেহের আলী মহালদার, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জামাল হোসেন, ৪নং দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু সাঈদ এওলা মিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, ৯নং বাউশা ইউনিয়নে সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু সিদ্দিক। এর মধ্যে আবু সাঈদ এওলা মিয়া এবং মোঃ আবু সিদ্দিক গত ইউপি নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের সম্মতিক্রমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা মোঃ জামাল হোসেনকে মনোনয়ন দেয়া হয়। ৬ এপ্রিল দ্বিতীয় দফায় ৭টি ইউনিয়নে বাচাই প্রক্রিয়া সম্পন্ন করে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। এর মধ্যে ৫টি ইউনিয়নে তুমুল বিতর্ক তৈরী হয়েছে। গজনাইপুর ইউনিয়নে আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে বাদ দিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে মনোনয়ন দেয়া হয়েছে। এনিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ১৩ নং পানিউমদা ইউনিয়নে বর্তমান সভাপতি ও গত ইউপি নির্বাচনে হবিগঞ্জ জেলায় সর্বাধিক ভোটে বিজয়ী ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানকে মনোনয়ন দেয়া হয়নি। এখানে জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট আতাউর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মোঃ আবদুল হেকিমকে মনোনয়ন দেয়া হয়নি। মনোনীত হন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইফুল জাহানের ছোট ভাই জাবেদুল আলম চৌধুরী সাজু। বঞ্চিত হন পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এছাড়াও ৬নং কুর্শি ইউনিয়নে সাবেক যুবলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ মুছাকে মনোনয়ন দেয়া হয়েছে। বঞ্চিত হন বিগত দুই বছর নির্বচনী এলাকায় লাগাতার গণসংযোগ এবং দলীয় প্রচারণায় সারাজাগানো যুক্তরাজ্য প্রবাসীয় যুবলীগ নেতা মোঃ আবদুল মুকিত। বিএনপি লবিষ্টে লিপ্ত থাকার অভিযোগে আলী আহমদ মুছার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কাজী ওবায়দুল কাদের হেলাল, বঙ্গবন্ধু যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ইউছুপ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জল আলী সরদার, যুক্ত রাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন জাহিদ, মোঃ নিজাম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আবদুল বাছিত চৌধুরী। উল্লেখিত ৫ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে বিদ্রাহী হিসেবে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। এনিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের হস্তক্ষেপ কামনা করেছে তৃণমূল আওয়ামীলীগ।