Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুখে কালো কাপড় বেঁধে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নিরব প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি উপধারা সংশোধনের দাবীতে মুখে কালো কাপড় বেঁধে নিরব প্রতিবাদ করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল শহরের দুর্জয়ের সামনে নিরব প্রতিবাদের আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির হবিগঞ্জ জেলা শাখা। সারাদেশের মতো ওইদিন হবিগঞ্জেও লাইব্রেরীসমূহ বন্ধ থাকে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটন কর্মসূচীর এক ঘোষনাপত্রে বলেন দাবী পূরন না হলে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হবে। হবিগঞ্জে অনুষ্ঠিত নিরব প্রতিবাদ কর্মসুচীতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মফিজ, হিমাংশু সাহা, আবিদুজ্জামান খান, সায়েম মিয়া, রায়হান, আজিজুর রহমান, অর্জুনসহ অন্যান্যরা। নেতৃবৃন্দ জানান শিক্ষা আইনের কয়েকটি উপধারা প্রকাশনা শিল্পের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি।