Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আলোচিত জোসনা হত্যা দীর্ঘ দিনেও আসামী ধরছেনা পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলা গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক ৪ আসামীর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ২১ মার্চ চার্জসিটভূক্ত ৭আসামীর মধ্যে গন্ধা গ্রামের কাউন্সিলর জাকির হোসেন, কানা আকবর ও মুহি উদ্দিন আহমেদ সুফি লন্ডনী এবং মদনপুর গ্রামের আল আমিনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে তারা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা বলে বাদী পক্ষ অভিযোগ করছেন। মামলার অপর ৩ আসামী ছদর মিয়া, তাজ উদ্দিন ও জমির মিয়া জামিনে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোসনাকে নবীগঞ্জের মদনপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করা হয়। পরে জোস্নার লাশ গন্ধা গ্রামের কাউন্সিলর মিজানুর রহমান মিজানের বাড়ির গেইটে ঝুলিয়ে রাখা হয়। উদ্দেশ্যে ছিল মিজানকে ফাঁসনো। কারণ মিজানের সাথে তাদের পূর্ব বিরোধ ছিল। প্রথম দিকে কাউন্সিলর মিজানকে হয়রানীর শিকার হতে হয়েছে। পরবর্তীতে মামলাটি গোয়েন্দা বিভাগে তদন্তের দায়িত্ব দেয়া হলে দৃশ্যপট পাল্টে যায়। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোকতাদির আলম চৌধুরী ঘটনার রহস্য উদঘাটন করে ৭জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৫ লাখ টাকার বিনিময়ে জোসনাকে হত্যা করা হয় বলে চার্জশীটে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার চার্জসিট গ্রহণ করে ৪আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন।