Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আগামীকাল ১০ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জের ৩টি আসনে ৪৫৪ কেন্দ্রের মধ্যে ২০৬টি ঝুকিপূর্ণ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে ঝুকিপূর্ণ ৭১টি

আব্দুল হালীম/মখলিছ মিয়া ॥ স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের হবিগঞ্জের ৩টি আসনে ৪৫৪টি কেন্দ্রের মধ্যে ২০৬টি ভোট কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।  এর মধ্যে সমতল ভূমিতে ১শ ৬০টি এবং হাওড় ও চা বাগান এলাকায় ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৪৬টি। তবে বাস্তবে হিসেবে আরও বেশী বলে অনেকের ধারণা। হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন, সেনবাহিনী, বিজিপি, র‌্যাব, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যাক আইন-শৃংখলা রক্ষাকারীর সদস্য উপস্থিত থাকবেন।
১০ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) মধ্যে শুধুমাত্র বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রকে অতি ঝুকিপুর্ণ এবং ৩৭টিকে ঝুকিপুর্ণ উল্লেখ করা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। অতি ঝুকিপুর্ণ কেন্দ্রগুলো হচ্ছে- বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং-৪, তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯, জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ১২, চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ১৮, পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ২১, যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ২২, বানিয়াচং সরকারী এলআর উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং২৭, দৌলতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং ২৯, আড়িয়ামুগুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৩৪, করচা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৩৫, মকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৩৯, বড়উইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৪৪, গুনই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৫২, খাগাউড়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র নং ৫৬, আওয়াল মহল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬১, কবিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬২, মক্রমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৭৪, হিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৭৫, নোয়াপাথারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৭৭, দক্ষিন সাঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৮০, ফুলের হাটি মক্তব কেন্দ্র নং ৮১, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৮২, ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৮৩, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৮৫, বাজুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৮৬, উত্তর সাঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৮৯, মন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯৩, রাজানগর দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯৪, রায় মর্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯৫, জামেয়া ইসলামিয়া ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্র নং ৯৮, কুমড়ী দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯৯, নজরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ১০০, দূর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র নং ১০১, পৈলারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ১০৪। ঝুকিপূর্ন কেন্দ্র রয়েছে ৩৭ টি। কেন্দ্রগুলো হলো দাসপাড়া মক্তব কেন্দ্র নং ৩, মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৫, কামালখানী মাদ্রাসা কেন্দ্র নং ৮, জামেয়া রেদুয়ানা মাদ্রাসা কেন্দ্র নং ১১, জাতুকর্নপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ১৫, বানিয়াচং সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র নং ১১, রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ২৪, তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কেন্দ্র নং ২৫, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৩০, তেলিঘড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৩২, ধনপুরসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৩৭, চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৪০, গোগড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৪১, কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং ৪২, চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৪৩, কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৪৬, কালাইজুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৪৮, হলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৪৯, মাদ্রাসায়ে ফয়েজে আম গুনই কেন্দ্র নং ৫১, করচা বড়আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৫৪, হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৫৭, কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬৬,  আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬৮, আতুকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬৯, মাহতাবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৭৮, ইকরাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র নং ৮৪, হানিফখান উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং ৮৭, শতমুখা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৮৮, উত্তর সাঙ্গর গুরুগৃহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯০, কাউরিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯২, মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯৬, বিথঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০২। ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১লাখ ৯৮ হাজার ৯শ ৫৬ জন। তন্মধ্যে পুরুষ ৯৮ হাজার ৫শ ৬ জন এবং মহিলা ১ল ৪ শ ৫০ জন।
এদিকে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন। নির্বাচনে উপজেলায় ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৪০৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮১৬ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি টহল থাকবে বলে জানা গেছে।