Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড গুলি নিক্ষেপ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পল্লীতে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকদের ঘন্টা ব্যাপী স্থায়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড শার্ট গানের গুলি নিক্ষেপ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জারিয়া গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জারিয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নান নামের এক হুজুর সোমবার দুপুরে গোসল করতে পুকুরে নামেন। এর আগে পুকুর পাড়ে ৩ শত বিশ টাকা রেখে যান। এ সময় পুকুরের উপরে থাকা একই গ্রামের মাদ্রাসা ছাত্র আব্দুল হান্নান উক্ত টাকা নিয়ে গেছে বলে মাদ্রাসা শিক্ষক অভিযোগ করেন। এ নিয়ে সোমবার বিকেলে মাদ্রাসা ছাত্র হান্নানকে তার ভাই মারপিট করে। এদিকে ওই ছাত্র মঙ্গলবার সকালে মাদ্রাসায় গেলে হুজুরও চর-তাপ্পর মারেন। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) মোশাররফ হোসেন পিপিএম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে ১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।