Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সোনাই নদীতে বাঁধ দেওয়ায় হাজার হাজার একর জমি পানি নিচে ॥ বিক্ষুব্ধ কৃষকের মহাসড়ক অবরোধ ও বাঁধ অপসারণ

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর উপজেলার সদরের সোনাই নদীতে ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স বাঁধ দেওয়ায় দু’দিনে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাজার হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ফসলের ক্ষতিতে ক্ষুব্ধ শত শত কৃষক সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। প্রায় ৩০ মিনিট অবরোধের ফলে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে বিক্ষুদ্ধ কৃষকরা বাধঁটি নিজেরাই অবসারন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে সড়ক ও জনপথ বিভাগ সোনাই নদীর ব্রীজটি সংস্কারের জন্য কুমিল্লার রানা বিল্ডার্সকে ঠিকাদার নির্বাচিত করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় দু’মাস আগে সোনাই নদীতে বাঁধ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ করেন। বৃষ্টির মৌসুমে সোনাই নদীতে বাধ দিয়ে বিকল্প সড়ক নিমান করার ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আটকা পরে বিস্তৃন এলাকার শত শত একর উঠতি ইরি, বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় কৃষকরা এ নিয়ে কয়েক দফা সড়ক ও জনপথ বিভাগের কাছে বাধটি অপসারনের দাবি জানায় এবং উপজেলা নিবার্হী কর্মকতার কাছেও স্মারক লিপি দেয়। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এ ব্যাপারে উদাসিন থেকে যায়। গত দুই দিন অবিরাম বর্ষন ও পাগাড়ি ঢলের ফলে আলাকপুর, খিলগাঁও, পূর্ব মাধবপুর, গোপালপুর, বার চান্দুরা, হরিশ্যামা, সম্বতপুর, মিঠাপুকুর, সুন্দাদিল, দঃ বুল্লা, দিঘিরপাড়, দূগাপুর, নোয়াগাঁও এলাকার হাজার হাজার ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। রবিবার ও সোমবার বর্ষনে ফসলি জমিগুলো আরো পানির নিচে যেতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার সহস্রাধিক কৃষক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে এবং নিজেরাই বাধ ভেঙ্গে ফেলে।
এলাকার কৃষক শফিক মিয়া জানান-বাধঁ অপসারণ না করা হলে পানিতে নিমঞ্চিত হয়ে কয়েক হাজার একর উঠতি ফসল সম্পূর্ন বিনষ্ট হয়ে যেত। বাধ অপসারনের ফলে কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাধেঁর বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে আগেই অবগত করা হয়েছিল। বাধ কেটে না দেওয়ায় উত্তেজিত কৃষকরা বাধ ভেঙ্গে দেয়। সড়ক ও জনপথ বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেছেন।