Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি প্রকাশ

এক্সপ্রেস ডেস্ক ॥ বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৬-এর সময়সূচি প্রকাশ করে।
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার তিন ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
আগামী ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এক ঘণ্টার প্রিলিমিনারি টেস্ট এবং ১২ ও ১৩ আগস্ট (শুক্র ও শনিবার) সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের পুরোনো ২০টি জেলায় প্রিলিমিনারি টেস্ট এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।