Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দিতে হাজী ইউসুফ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দিতে হাজী ইউসুফ পাবলিক কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শুক্রবার বিকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কলেজ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী সাহেব কিবলাহর সুযোগ্য উত্তরসুরি মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী। কলেজ বাস্তবায়ন পরিষদের প্রচার সম্পাদক এম এ আহমদ আজাদের পরিচালনায় উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, ব্যারিষ্টার মুজাক্কির আহমেদ, সমাজ সেবক ফারুক আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজ বাস্তবায়ন পরিষদের সদস্য এড. আবুল ফজল। এছাড়া বক্তব্য রাখেন ভূমি দাতা হাজী আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক মুহিবুর রহমান হারুন, কলেজ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক হাজী সুহুল আমীন, সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, নবীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, প্রভাষক ইকবাল বাহার তালুকদার, হাজী ইসমাইল মিয়া, শাহানুর আলম, পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাংবাদিক এমএ বাছিত, যুবলীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ। এদিকে আলোচনা শেষে নবনির্মিত কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, প্রধান অতিথি মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, ফুলতলী। বক্তাগণ বলেন, দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নে এলাকাবাসী সর্বসম্মতভাবে আউশকান্দি এলাকায় প্রথম বারের মত ডিগ্রী কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত কলেজ প্রতিষ্ঠায় এলাকার শিক্ষার মানোন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। উল্লেখ্য, আগামী শিক্ষা বর্ষ থেকে উক্ত ডিগ্রী কলেজের যাত্রা শুরু হবে।