Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সরকারী রাস্তার দখল করে গেইট নির্মাণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী সড়কের উপর রাস্তার এক পাশে পাকা গেইট ও অপর পাশে দেয়াল নির্মাণ করায় জন চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন বাধাঁ দিলে তাদেরকে প্রাণনাশের হুমকী প্রদান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে গতকাল রবিবার গ্রামবাসীর পক্ষে হারুন আহমদ চৌধুরী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আবেদন ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি গ্রামের ওই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বিজ্ঞ সহকারী জজ আদালতে ৫৩/৮৬ নং মামলা হয়। উক্ত মামলায় ১৯৮৬ সালে বিজ্ঞ বিচারক লোকজনের চলাচলের রাস্তা হিসেবে ডিগ্রি প্রদান করেন। এরপর থেকে গ্রামবাসী ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। সম্প্রতি একই গ্রামের আব্দুল গফুর ও আব্দুর রহিম রাস্তাটি তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ায় জোরপূর্বক বাশেঁর বেড়া দিয়ে লোক চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। গ্রামের লোকজন বাধাঁ দিলেও তারা এতে কোন তোয়াক্কা করেনি। এক পর্যায়ে গেল মাসের প্রথম দিকে রাস্তার পুর্ব পাশে পাকা দেয়াল ও পশ্চিম পাশে পাকা গেইট নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে কুর্শি ও ষাটকাপন গ্রামের লোকজনের চলাচল বন্ধ হয়ে পরে। সীমাহীন ভোগান্তির সৃষ্টি হচ্ছে হাজারো মানুষের। গ্রামবাসী রাস্তাটি উন্মোক্ত করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যতায় যে কোন মুহুর্তে বড়ধরনের দাঙ্গা, হাঙ্গামার ঘটনার সৃষ্টি হওয়ার আশংকা করছেন গ্রামবাসী।