Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দত্তক নেয়া দু’কন্যাকে ফেরত দেয়ার পর ॥ ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে লন্ডনী মহিলা জনতা হাতে আটক ॥ সমঝোতায় মুক্তি

স্টাফ রিপোর্টার ॥ শহরের কোর্ট স্টেশন এলাকায় দত্তক নেয়া দু’কন্যাকে ফেরত দিয়ে আবার ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে এক লন্ডনী মহিলাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সমঝোতার মাধ্যমে মহিলাকে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ঘটে গতকাল রবিবার দুপুরে।
স্থানীয় সূত্র জানায়, বছর খানেক আগে করাব ইউনিয়নের হোসেনপুর গ্রামের জনৈক ব্যক্তির দু’কন্যা সন্তানকে দত্তক হিসেবে লন্ডন নিয়ে যায় একই গ্রামের লন্ডনী মহিলা। দত্তক নেয়ার বৈধতা নিয়ে লন্ডনে আইনী জটিলতায় পড়েন তিনি। এ অবস্থায় গত শনিবার দু’কন্যা কাকলী (১৪) ও আলেয়াকে (১২) নিয়ে দেশে ফিরে আসেন তিনি। গতকাল হবিগঞ্জ আদালতে হাজির হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের পিতার নিকট সমজে দেয় লন্ডনী। পরে তাদের নিয়ে তাদের পিতা মলাই মিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। শহরের কোর্টস্টেশন এলাকায় পৌছামাত্র তার দু’কন্যাকে কেড়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় মলাই চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ওই লন্ডনী মহিলাকে আটক করে সদর থানায় খবর দেয়। পরে এএসআই নূরে আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লন্ডনী মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিত দে ও করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামালসহ এক সমঝোতা বৈঠকের মাধ্যমে অপহরণের চেষ্টাকারী প্রবাসী মহিলাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি বৈঠকের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছিলাম। ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত নই।
সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিত দে বলেন, ‘বাচ্চা দত্তক নেয়া নিয়ে সমস্যা হয়েছিল। স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় মহিলাকে ছেড়ে দেয়া হয়।