Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মা-মনি অফিসের কর্মচারী শিমুলকে কারাগারে প্রেরণ

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কের মা-মনির অফিসের কর্মচারী নারায়ন দাস শিমুল (২৮) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে পুলিশ প্রহরায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। গতকাল শনিবার বিকালে সে সুস্থ হয়ে উঠলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় শিমুল মা-মনির জেলা অফিসে নবীগঞ্জ উপজেলার পানি উমদা গ্রামের গণপূর্ত অফিসের কর্মচারী নজরুল ইসলামের কন্যা ফারহানা আক্তার রিমার সাথে মা-মনির অফিসে অনৈতিক কাজে লিপ্ত হয়। ঘটনাটি দেখে ফেলে মা-মনি অফিসের রাজু আহমেদ (৩২) নামের আরেক কর্মচারী। এ নিয়ে দুই জনের বাকবিতণ্ডার এক পর্যায়ে শিমুল রাজুর গলায় ছুরি দিয়ে আঘাত করে। এতে রাজু রক্তাক্ত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মুর্মুর্ষূ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ শিমুলকে আটক করে। আটকৃত নারায়ন দাস শিমুল জানায়, রাজু ছাড়াও একাধিক পুরুষের সাথে রিমার উঠাবসা ও অনৈতিক সম্পর্ক ছিল। সে রিমার সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়নি। রাজুর সাথে রিমার অনৈতিক সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে ওই অফিসের মাষ্টার রোলে চাকুরী করা কর্মচারী ফারহানা আক্তার রিমা সটকে পড়লে গত কয়েকদিন ধরে বিষয়টি সর্বত্র তোলপাড় শুরু হয়। এদিকে শিমুল দাসের উপর রাজু হামলা করেছে উল্লেখ করে ওইদিনই হাসপাতালে ভর্তি হয় শিমুল। এরপর থেকে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।