Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৩ ঘটিকায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। তিনি তার বক্তব্যে বলেন, অন্যন্য্য দেশে যেখানে ২৫০ জন লোকের জন্য ১ জন পুলিশের ব্যবস্থা রয়েছে, সেখানে আমাদের দেশে প্রায় প্রতি ১৫শ মানুষের জন্য ১ জন পুলিশের ব্যবস্থা রয়েছে। তাই একা পুলিশের মাধ্যমেই আইন শৃংখলা, মাদক নিয়ন্ত্রন ও সন্ত্রাস দুর করা সম্ভব নয়। কমিউনিটি পুলিশের মাধ্যমে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আইন-শৃংখলা রক্ষা, মাদক নিয়ন্ত্রন ও সন্ত্রাস দুর করার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন, শায়েস্তাগঞ্জ পৌরসভা কমিউনিটি পুলিশের সভাপতি এডঃ হুমায়ুন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, মুক্তিযোদ্ধা প্রানেশ দত্ত, পৌর কমিশনার মোঃ সাইদুর রহমান, আব্দুল জলিল, মোঃ তাহের মিয়া প্রমুখ। সভায় ৬ জন মাদকসেবী তাদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুলিশ সুপারের নিকট সাহায্য কামনা করলে তিনি তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।