Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ছাত্রলীগের কমিটি ॥ ঢাকামুখী লবিং

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের উপজেলা ও পৌর কমিটি নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে ঢাকামুখী লবিং জোরদার হয়েছে। দলের গঠনতন্ত্র সুরক্ষা, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি মাঠ পর্যায়ের অবস্থান এবং দলীয় ত্যাগ বিবেচনায় কমিটি গঠনের দাবি জানিয়েছে তৃণমূল ছাত্রলীগ। অশিক্ষিত, অছাত্র, অদক্ষ এবং গঠনতন্ত্র পরিপন্থী চাপিয়ে দেয়া কমিটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভক্ত ছাত্রলীগের একাধিক গ্র“প। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগকে ব্যবহারের বিশেষ পরিকল্পনা নিয়ে তোলপাড় চলছে। এরই অংশ হিসেবে অখ্যাতদের নিয়ে কমিটি গঠনে বিশেষ মহলের তৎপরতায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল একাধিক গ্র“পের সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আয়োজিত বৈঠকের সমন্বয় করেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বৈঠক সূত্র জানায়, কারও এজেন্ডা নয়, বাস্তবতার নিরিখে গঠনতন্ত্র মোতাবেক কমিঠি গঠনের দাবি নিয়ে ঐক্যমত হয়েছে। ছাত্রলীগ নিয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে চলছে বিশ্লেষণ। একটি গ্র“পের নিয়ন্ত্রণাধীন একক কমিটির গুজব নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ১১ এপ্রিল হবিগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত সম্মেলনে আনুষ্ঠানিক কমিটি ঘোষণার খবর নিশ্চিত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। ছাত্রলীগ সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দল নিরসনে আওয়ামীলীগ ও ছাত্রলীগের একাধিক উদ্যোগ ব্যর্থ হয়। কমিটি বিহীন ছাত্রলীগে স্থবিরতা দেখা দেয়। ২০১২ সালে কমিটি নিয়ে বিরোধের জের হিসেবে খুন হন সম্ভাব্য সভাপতি উদীয়মান ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী। এনিয়ে তীব্র আন্দোলন গড়ে উঠে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ। ৪ বছর কমিটি বিহীন ছাত্রলীগে প্রকাশ্য বিভক্তি দেখা দেয়। দায়িত্বশীল সূত্র জানায়, ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যাকান্ডে বেনিফিশিয়ারী মহলের ইন্ধনে আলোচিত এক সন্ত্রাসী ছাত্রলীগ নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। নারী নির্যাতন ও  অস্ত্র মামলায় কারাগার থেকে বের হয়েই ছাত্রলীগ গঠনে তৎপর হয়। এনিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ উঠে। কাউন্সিল বা বর্ধিত সভা ছাড়াই ২৪ মার্চ বৃহস্পতিবার রাতে আবু ছালেহ জীবন সভাপতি মোঃ সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগ এবং পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নিরঞ্জন দাসের নামে গঠিত কমিটি নিয়ে উত্তেজনা দেখা দেয়। কমিটি ঘোষণার খবরে শহরে বিশাল বিক্ষোভ মিছিল করে খোরশেদ আহমদ মফিজ ও মহিনুরের নেতৃত্বাধীন গ্র“প। কতিথ কমিটি নিয়ে উত্তপ্ত হয় নবীগঞ্জ শহর। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কমিটি নিয়ে কেন্দ্রের সাথে যোগাযোগের খবর নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ। কেন্দ্রীয় পর্যায়ে দৌড়ঝাপ শুরু হয়। কোন্দল নিরসনে সমন্বয় এবং গঠনতন্ত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার দাবি উঠে। ২০১১ সালের ৭ মার্চ ৮ সদস্যের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। নতুন কমিটি নিয়ে আশার আলো দেখা দেয়। গডফাদারমুক্ত স্বচ্ছ কমিটি গঠনের দাবি নিয়ে বিভক্ত একাধিক গ্র“পে ঐক্যমত হয়েছে। তৃতীয় শক্তির উত্থান ও নৈরাজ্য দমনে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।