Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোববার থেকে শুরু এইচএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥ আগামী রোববার ৩ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমনা পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান। নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দিনের প্রথম ভাগের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর একটায়। আর শেষ ভাগের পরীক্ষা দুপুর দুইটায় শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ জুন এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ থেকে ২০ জুনের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১৮,৬২৮। এর মধ্যে এইচএসসিতে ১০ লাখ ২০,১০৯, এইচএসসি (বিএম) এ ১ লাখ ২,১৩২, আলিমে ৯১,৫৯১ এবং ডিআইবিএসে ৪৭৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।