Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধল গ্রামজুরে আহাজারি ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে মসজিদের পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধল গ্রামসহ এলাকাজুরে আহাজারি চলছে। পরিবারের দাবি, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে মারা যায়।
নিহতরা হচ্ছে-ধল গ্রামের আমির উদ্দিনের মেয়ে হেফজো আক্তার (৫) একই বাড়ির আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহাদ মিয়ার ছেলে জীবন মিয়া (৫)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওই ৩শিশু বাড়ির পাশের মসজিদের সামনে খেলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি ওই এলাকার আরেক শিশু মোতাচ্ছির দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। প্রথমে পরিবারের লোকজন বিষয়টি গুরুত্বের সাথে নেয়নি। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে জীবন মিয়ার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। সেখান থেকেই উদ্ধার করা হয় হেফজো ও রুমা আক্তারের মৃতদেহ। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে। তিনি জানান, এক সাথে ৩টি শিশুর মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এ দিকে তিন শিশু নিহত হওয়ার ঘটনায় গ্রামসহ এলাকাজুরে আহাজারি চলছে। নিহত ৩ শিশুর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাছ। তিনি জানান, এই ঘটনা খুবই দুঃখজনক। তিন শিশুর মৃত্যুতে গ্রামজুরে শোকের মাতম চলছে।