Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডাঃ জীবন ও এডভোকেট শাহীনের বিরুদ্ধে মির্জা ফখরুলের কাছে অভিযোগ দিলেন পুকড়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মিজান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৯ নং পুকড়া ইউনিয়ন নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমান গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। সাাৎকালে চেয়ারম্যান প্রার্থী মিজান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি এড. মঞ্জুর উদ্দিন শাহিন এর বিরুদ্ধে অভিযোগ করেন। এসময় তিনি উল্লেখ করেন, গত ১৭ মার্চ ইউনিয়নের তৃণমূল নেতাদের ভোটে শেখ মিজান ৯ নং পুকড়া ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করেন। তৃণমুল নেতা কর্মীদের ভোটের প্রেক্ষিতেই গত ২৪ মার্চ দলের ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত একটি পত্রে শেখ মিজানকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। দলের মনোনয়ন পাওয়ায় শেখ মিজান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু ঔদিনই ২৬ মার্চ ওই নেতারা আরেকজনকে দলীয় প্রার্থী ঘোষণা দেন। তৃণমুল নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হয়েও বিএনপির এই দুই নেতার হস্তক্ষেপের কারনে হেরে গেলেন শেখ মিজান। এদিকে তৃণমুলের মতামতকে উপেক্ষা করে টাকার বিনিময়ে ৯ নং পুকড়া ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী দেয়ায় এলাকার জনগণ ও দলীয় নেতকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান ভবিষ্যত রাজনীতিতে শেখ মিজানুর রহমান মিজানকে সহযোগীতার কথা দেন।